সাতক্ষীরা

সাতক্ষীরায় প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা

By daily satkhira

June 15, 2022

নিজস্ব প্রতিনিধি: আমাদের শ্রদ্ধা ও মনোযোগ প্রবীণদের প্রাপ্য”এই শ্লোগানে সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি হল রুমে উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, ভাচুর্য়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন ভারত প্রবীন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময় পাল, জেরিয়েটিক সোসাইটি অব ইন্ডিয়া এর সভাপতি ডা.কৌষিক চৌধুরী,

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলমগীর আযম, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ।

সেমিনার থেকে এ সময় প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।#