আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী বিজন মন্ডলকে আটক করেছে। নিহতের নাম কঙ্কাবতী মন্ডল (৩৮)। তিনি একই ইউনিয়নের ফকরাবাদ গ্রামের অনিল মন্ডলের মেয়ে। পুলিশ ও স্থানীয়ররা জানান, গত বিশ বছর আগে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মনোহর মন্ডলের ছেলে বিজন মন্ডলের সাথে বিয়ে হয় ফকরাবাদ গ্রামের অনিল মন্ডলের মেয়ে কঙ্কাবতীর। বিয়ের পর থেকে বিজন মন্ডল প্রায় সময়ই তার স্ত্রীর সাথে খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করতো। সম্প্রতি বিজন মন্ডল তার বাড়ির পাশে এক মেয়ের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। আর এই পরকিয়ায় বাধা দেয়ায় স্বামী বিজন মন্ডল ভোরে তার স্ত্রী কঙ্কাবতীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে। সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ নিহতের স্বামী বিজন মন্ডলকে আটক করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।