সাতক্ষীরা

পৌর এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চলবে না- আইন শৃঙ্খলা কিমিটির সভার সম্মিলিত সিদ্ধান্ত

By Daily Satkhira

June 11, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিষ সরদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, এন.এস.আই’র সহকারি পরিচালক আনিসুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফুজ্জামান, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, বিআরটিএ’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম প্রমুখ। বক্তারা বলেন, ‘শহরে ইঞ্জিন ভ্যানের কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। মা বোনেরা এতে ভালোভাবে চলাফেরা করতে পারেনা। এটা বন্ধ করা হয়েছে তবে নিয়মিত মনিটরিং করতে হবে। ব্যাটারী চালিত ভ্যান বন্ধ থাকলে সাতক্ষীরাবাসীর জন্য ভালো হবে। শুধু মাত্র পৌর এলাকায় ব্যাটারী চালিত ব্যান চলবে না। তবে ব্যাটারী খুলে তার চালাতে পারবে এবং লেগুনা সার্ভিস চলবে। আর ব্যাটারী চালিত ভ্যান পৌর এলাকার বাইরে চালাতে পারবে। এ পর্যন্ত মোট ৪০০টি ইঞ্জিন ভ্যান আটক করা হয়েছে। আটক অভিযান আরো বাড়াতে হবে। তবে ব্যাটারি চালিত ভ্যান আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ পেলে সেটি ব্যবস্থা নেওয়া হবে। খুব শ্রীঘই জেলা পরিষদের অর্থায়নে ৫০০ টি রিক্সা প্রদান করা হবে বলে জানানো হয়। বক্তারা আরো বলেন, সাতক্ষীরার মানুষ অত্যন্ত আতিথিপরায়ণ। এ জেলার সব মানুষ জঙ্গী না, সাধারণ মানুষ অনেক ভালো। এজন্য সাধারণ মানুষ যাতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে হয়রাণীর স্বিকার না হয় সেদিকে পুলিশ বিভাগকে খেয়াল রাখতে হবে। বিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ এখন এগিয়ে চলেছে।’ জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি’র সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শহরের প্রধান সড়কটি সংস্কারের কাজ দ্রুত শুরু করা, ভুয়া ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালানা করে ব্যবস্থা গ্রহণ, নাম্বার বিহীন মোটর সাইকেল এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং বিআরটিএ’র কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে, যুবলীগ নেতা রাসেল কবির হত্যা মামলার তদন্ত অগ্রগতি হয়েছে এবং ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়েছে। প্রাণ সায়ের খাল পুন: খনন করণ, সাতক্ষীরা জেলায় কোচিং বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শ্রেণি কক্ষে নৈতিক শিক্ষা বিষয়ে অবগত করানো। এছাড়া সাতক্ষীরা জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী মে ২০১৭ মাসে মামলা হয়েছে ২শ’ ৫৬টি এবং  এপ্রিল ২০১৭ মাসে মামলা ছিল ২শ’ ৫৫টি। এসময় জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।