সাতক্ষীরা

মেডিকেল কলেজের পাশে ট্রাক টার্মিনাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

By Daily Satkhira

June 11, 2017

প্রেস বিজ্ঞপ্তি : ট্রাক টার্মিনাল নির্মাণের নামে অবৈধভাবে গ্রামবাসীর জমি দখল বন্ধ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে সভাপত্বি এস এম রফিকুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য  রাখেন অধ্যক্ষ আনিসুর রহিম। উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ওয়ার্ক পার্টির সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, আ’লীগ নেতা জিয়াউর রহমান, ক্ষেতমজুর সমিতির সভাপতি ইয়ার আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা একটি শান্তিপ্রিয় মানুষের জেলা। দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি ছিলো বাইপাস সড়ক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হকের ঐক্যন্তির প্রচেষ্টায় আমরা ইতোমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ পেয়েছে। সাতক্ষীরার কতিপয় ব্যক্তিবর্গের স্বার্থের জন্য এই বাইপাস সড়কের মুল নকশা বাদ দিয়ে মেডিকেল কলেজের সামনে দিয়ে হচ্ছে যেটা অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। মেডিকেল কলেজের পাশ দিয়ে যদি বাইপাস সড়ক এবং এরই পাশে ট্রাক টার্মিনাল হয় তাহলে এলাকার পরিবেশ, মেডিকেল কলেজের পরিবেশ দূষিত হয়ে যাবে। মানুষ মেডিকেলে সুস্থ হওয়ার জন্য এসে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। যে কখনও কাম্য নয়। সাতক্ষীরায় বাইপাস সড়ক পূর্বের নকশা অনুযায়ী করার দাবি জানান তারা। বক্তারা আরোও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূল নকশা বাদ দিয়ে মেডিকেলের পাশ দিয়ে রাস্তা করার অনুমোদন দিয়েছে। আমরাও চাই বাসপাস সড়ক হোক কিন্তু সেটা হতে হবে সড়কের মূল নকশা অনুযায়ী। কারো স্বার্থ উদ্ধারের জন্য নয়। বাকালে ট্রাক টার্মিনাল করার জন্য জোর পূর্বক স্থানীয় জমির মালিকদের কাছ থেকে জমি গ্রহণ করা হচ্ছে। এখানে ট্রাক টার্মিনাল হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। অবিলম্বে পূর্বের নকশা অনুযায়ী পাইপাস সড়ক নির্মাণ, জোরপূর্বক ট্রাক টার্মিনাল নির্মাণ বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেন বক্তারা।