সাতক্ষীরা

সাতক্ষীরা টিটিসিতে সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুক প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় ও যাতায়াত ভাতার চেক হস্তান্তর

By daily satkhira

June 26, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা টিটিসিতে এস.ই.আই.পি প্রকল্পের আওতায় সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুক প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় ও যাতায়াত ভাতার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, এম এন্ড এস এন্টারপ্রাইজের প্রতিনিধি প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ পারে। পারবে। বাংলাদেশ কখনো মাথা নত করে না। স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চিত্র পাল্টে যাবে। জননেত্রী বিদেশে দক্ষ শক্তি প্রেরনের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষনার্থীদের যাতায়াতের খরচও দেওয়া হচ্ছে। এটি একমাত্র বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই সম্ভব।