সাতক্ষীরার আইনের ছাত্রদের সংগঠন ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন ২৫জুন অনুষি হয়েছে। সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত নির্বাচনে বিকাল ৪টা থেকে বিরতীহীনভাবে রাত ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে সভাপতি পদে সালাউদ্দীন রানা, সিনিয়র সহ সভাপতি পদে সীমা পারভীন, সহ সভাপতি পদে এস কে ফারুক হোসেন, শেখ মুহাইমিনুল রিজভী এবং সাধারণ সম্পাদক পদে মীর শাহরিয়ার অপু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, নির্বাচন কমিশনার ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শাহাব উদ্দীন সাজু, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সোহেলী সুলতানা, কৃষ্ণা চক্রবর্র্তী, জান্নাতুন নাহার, সমন্বয় করেন প্রাক্তন সভাপতি এস এম বিপ্লব হোসেন। নির্বাচনে সহ-সভাপতি (মহিলা) পদে মুর্শিদা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম, তামিম কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক (মহিলা) পদে স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক পদে সানজিদা ওহিদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক (মহিলা) দিনা আক্তার, অর্থ সম্পাদক পদে জাহাঙ্গীর কবীর, দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম, সহ দপ্তর মোনাইম বিল্লাহ, আইন সম্পাদক পদে কাজী মারুফ হোসেন, সমাজ কল্যান সম্পাদক পদে আন্না পারভীন বৃষ্টি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে নাজমা খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জি এম তোফাইল আমীন,
ক্রিড়া ও সংস্কৃত সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের রাজু, মহিলা বিষয়ক সম্পাদক পদে ইলোরা আরবী, কার্যনির্বাহী সম্পাদক পদে এস এম রেজাউল করীম, ইমরান খান বিনা প্রতিন্দন্দ্বীতায় নির্বাচিত হন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ওহিদুল ইসলাম, মনিরুজ্জামান মুন্না, আনোয়ার হোসেন, সদানন্দ কুমার, জাহিদ হাসান, ফিরোজ আলী, রাশিদুল ইসলাম নির্বাচিন হন। প্রেস বিজ্ঞপ্তি