নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে বালির পরিবর্তে মাটি এবং নিন্ম মানের ইট দিয়ে ইটের সোলিং নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শোভনালী ইউনিয়নের শোভনালী ব্রীজের সন্নিকটে কার্পেটিং রাস্তা থেকে শোভনালী শহীদ মসজিদ পর্যন্ত ইউনিয়ন উন্নয়ন সংস্থা প্রকল্পের ৩৩৮ ফিট রাস্তার ইটের সোলিং এর কাজে বেডে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে।
সোলিং নির্মানে ব্যবহার করা হয়েছে নিন্ম মানের ইট। জানাগেছে, এ প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আজিজুল ইসলাম (নেটু)। রাস্তা নির্মানে উপজেলা এলজিইডি কর্তৃক স্টিমেট অনুযায়ী বরাদ্দ দেয়া আছে ১লক্ষ্য ২০ হাজার টাকা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ি সোলিং নির্মানে খরজকরা হয়েছে আনুমানিক ৭০হাজার টাকা।
এবিষয়ে জানতে চাইলে শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, কাজ শেষ হলেই বিস্তারিত তথ্য সম্বলিত সাইনবোর্ড দিয়ে দেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আজিজুল ইসলাম (নেটু) বিষয় ভিত্তিক কোন কথার সদুত্তর দিতে পারেননি।