দেবহাটা

দেবহাটায় প্রতিবন্ধিদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা সম্প্রসারণে মতবিনিময় সভা

By Daily Satkhira

June 11, 2017

কে এম রেজাউল করিম : দেবহাটায় প্রতিবন্ধিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সিবিএম’র সহযোগিতায় বেসরকারি সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, ডিপিও সদস্য মনোয়ারা খাতুন, আছের আলী প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমআই অফিসার এহসানুর করিম, ডিপিও সদস্য মুর্শিদা খাতুন, সাবিহা সুলতানাসহ সকল সদস্যরা। সভায় বিগত কয়েক মাসের কাজের অগ্রগতি এবং আগামিতে প্রতিবন্ধিদের স্বাস্থ্য সেবা ও পুনর্বাসন করার লক্ষ্যে সিন্ধান্ত ও মতামত গ্রহণ করা হয়। তাছাড়া বিগত ৬ মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে দুটি র‌্যাম, প্রতিবন্ধিদের জন্য বিশেষ বরাদ্ধ ২টি বেড, ৪৭জন নতুন প্রতিবন্ধী রুগিকে বিভিন্ন মেয়াদে ৫৭২ বার সেবা প্রদান, ১৫২জনকে ঔষধ প্রদানসহ অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে প্রকল্পটিতে। আগামীতে বিদ্যালয়গুলো প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।