সাতক্ষীরা

থানাঘাটায় সরকারি টিউবওয়েলে পিতার নামে নামক ফলক দেওয়ার অভিযোগ

By daily satkhira

July 02, 2022

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের থানাঘাটায় সরকারি টিউবওয়েল নিজের পিতার নামে নামক ফলক দেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামীর এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। এঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। ওই স্বাস্থ্য কর্মকর্তা থানাঘাটা গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের পুত্র শেখ আব্দুল বাকি। এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা গেছে, আব্দুল বাকি স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। বিগত ২০১৩ সালে ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী হওয়ায় তড়িঘড়ি করে খুলনায় বদলীয় হন।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। থানাঘাটা এলাকার মানুষের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য মহিলা ইউপি সদস্য ফেরদৌস আরা মিস্টি সরকারের কাছ থেকে একটি টিউবওয়েল স্থাপন করে দেন।

টিউওয়েলের সামনে গ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবদান সরকারি টিউবওয়েল নামক একটি সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু আব্দুল বাকি ওই সাইনবোর্ড ছিড়ে ফেলে নিজের পিতার নামের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া পীরত্ত্ব সম্পত্তির উপর জোরপূর্বক প্রাচীন নির্মান করে বাড়ি ঘর নির্মান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীর পক্ষে শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ শাহীন হোসেন ও মেহেদী হাসান উত্তম জানান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে এখানে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কিন্তু শেখ আব্দুল বাকি অনিয়তান্ত্রিকভাবে নিজের পিতার নামে নামকরণ করেছেন। তারা এঘটনায় গ্রামাবাসী ওই নাশকতা মামলার আসামী আব্দুল বাকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।