নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের হাবাসপুরে প্রায় ১ শ বছরের দখলীয় সংখ্যালঘু সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় পরিত্রাণ চেয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার হাবাসপুর মৌজায় খতিয়ান নং এসএ ২১, হাল ১৯৫, ১৭, দাগ নং- ৩১২, ৩১৪, ৩১৩ জমির পরিমান ৫১ শতকের মধ্যে ৪৫ শতক সম্পত্তি দীর্ঘ প্রায় ১শ বছর ধরে আশাশুনির কুলতিয়া গ্রামের মৃত. কালিপদেরপুত্র জগবন্ধু ঘোষসহ অন্যান্য শরিকরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
কিন্তু সম্প্রতি আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের মৃত মোছেল উদ্দীন সানার পুত্র জিয়াউর রহমানগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ৪ জুলাই ২২তারিখে জিয়াউর রহমানের নেতৃত্বে কুল্যা গ্রামের মৃত গোলাম সরদারের পুত্র ওজিয়ার সরদার, ওজিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, গুনাকরকাটি গ্রামের মোসেল উদ্দীন, হাবাসপুর গ্রামের মৃত মিয়ারাজ আলীর পুত্র আব্দুল হান্নান,
নজরুল ইসলাম, আ: রহিম, ভালুকাচাঁদপুর গ্রামের মৃত কলিম উদ্দীন সরদারের পুত্র আব্দুল মুজিদ, আব্দুল আজিত, জোড়দিয়া গ্রামের আব্দুল গফুরসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় আমাকে, আমার ভাইপো সঞ্জয়, ভাই অরবিন্দু ঘোষ, দীনবন্ধু ঘোষ,
অশোক কুমার ঘোষকে মারপিটের হুমকির ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী সংখ্যালঘু জগবন্ধু ঘোষ গং এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন। ১শ বছরের দখলীয় সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।