ফয়জুল হক বাবু : সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি স্থানে পবিত্র ঈদ- উল- আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার বাউখোলা গ্রামে মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এসময় ঈদের নামাজে ইমামতি করেন, মাওলানা মহব্বত আলী।
ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গা, খুলনার পাইকগাছাসহ প্রায় ২০ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
এছাড়াও সদরের ভাড়ুখালি ও তালার খলিষখালিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মসুল্লিরা জানান, গত এক যুব ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।
সেই ধারাবাহিকতায় আজ শনিবার তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। নামাজ শেষে মুসুল্লিরা আল্লার নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন ।।