আশাশুনি

মহিষাডাংগায় ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

By daily satkhira

July 09, 2022

প্রেস বিজ্ঞপ্তি

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে আশাশুনির উপজেলার মহিষাডাংগা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে শনিবার বিকালে বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ ঢাক-ঢোলসহ দেবতার পুজো অর্চনা পালন করেন।

আশাশুনি উপজেলার মহিষাডাংগা স্কুলমাঠ সংলগ্ন সার্বজনীন কালী মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে।

এ যাত্রাটি মহিষাডাংগা সার্বজনীন কালী মন্দির থেকে মহিষাডাংগা বাজারের ঘুরে মন্দিরে এসে পৌঁছে। এবং সন্ধ্যায় গ্রামের শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হয়।