সাতক্ষীরা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ

By daily satkhira

July 16, 2022

নিজস্ব প্রতিনিধি : সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু।

সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি মন্ডলীর সদস্য বিশ^নাথ ঘোষ, গৌর দত্ত, সুধাংশু শেখর সরকার, পরম পুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারী, উন্নয়ন কর্মী মাধব দত্ত, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, প্রচার সম্পাদক বিকাশ চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মিলন রায়, ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস, শিক্ষক ঐক্যপরিষদের আহবায়ক বিশ^জিৎ বিশ^াস, প্রবীর পোদ্দার, অমীত ঘোষ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সমাবেশ বক্তারা বলেন,

২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ দিনের ধর্মীয় সংখ্যালগুদের দাবির পরিপেক্ষিতে সরকারি দল তাদের নির্বাচনি ইশতিহারে এ সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়ন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রণয়ন এর প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়নি। সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।