যশোর

যশোর জেলা যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা বিক্ষোভ মিছিল

By daily satkhira

July 16, 2022

প্রেস বিজ্ঞপ্তি : যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী সকল উপজেলা ও পৌর শাখার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকারে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে মিছিল শুরু হয়ে জজ কোর্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচআর মুকুল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু কাউন্সিলর বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমনুর, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চৌধুরী, কাজী রোমান, রহমান যুগ্ম-আহবায়ক গোলাম রাব্বানী, খোরশেদ আলম, ফারুক হোসেন মিঠু শাজাহান আলী বাবলু, জাহাঙ্গীর হোসেন,

পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ রোমেল, পারভেজ সাজ্জাদ, গোলাম মোস্তফা শোনা, শরীফ আহমেদ,মমরেজ আলী, খালিদ হোসেন, নাঈম হোসেন, হাসান আলী, আমিনুর রহমান, মহিনুর রহমান, আনারুল ইসলাম, জুয়েল হোসেন, প্রমূখ নেতৃবৃন্দ অবিলম্বে যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী ভাইয়ের খনিদের গ্রেপ্তারের দাবি জানান। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন।