নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়, সাবু, তেলাকচু পাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশানো ১শ কেজি চিংড়ি জব্দ করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা নাজমুল হুদাসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ।