কলারোয়া

কলারোয়ায় ৩৫ গৃহহীন পরিবার পাবে ভূমি সহ নতুন ঘর

By daily satkhira

July 18, 2022

নিজস্ব প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২১জুলাই উদ্বোধন করে সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। সোমবার (১৮জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এ তথ্য জানান।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়েকালে সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, যুগিখালীর ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কেড়াগাছির ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেরালকাতার ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা শাহা তপন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ¦

শাহিদ আলী গাজি, কলারোয়া পৌরসভার কাউন্সিলর শফিউল আলম শফি, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি সরদার ইমরান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সহ.সভাপতি সরদার জিল্লুর, সহ.সভাপতি আলম হোসেন, রুহুল আমিন,যুগ্ম সম্পাদক আঃ সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সোহাগ হোসেন,

কোষাধ্যক্ষ ইমরান হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ. ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, কার্য নির্বাহী সদস্য আজগর আলী, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি হোসেন, খান নাজমুল হুসাইন, ইমাদুল ইসলাম, আলামিন গাজীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।