আশাশুনি

আশাশুনিতে নাকতাড়া আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর

By daily satkhira

July 21, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অর্থায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত নাকতাড়া আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়েছে। যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের বাস্তবায়নে ও মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের নির্মাণ সহায়তায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া (বালুর মাঠ) গ্রামে ২৫টি পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের ৫ টি ব্যারাক নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে নাকতাড়া আশ্রয়ন প্রকল্পের ৫ টি ব্যারাকের চাবি হস্তান্তর করেন যশোর সেনানিবাসের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক, লে. কর্ণেল নাজমুন্নাহার (পিএসসি)। উপজেলা প্রশাসনের পক্ষে চাবি গ্রহণ করেন আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। এসময় উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল খালেক,

ওয়ারেন্ট অফিসার মো. ফয়জার রহমান, কর্পোরাল মনিরুজ্জামান, সার্জেন্ট আব্দুল মাজেদ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দীপু সহ পরিষদের সদস্যবৃন্দ ও উপকারভোগী ২৫ পরিবারের সদস্যবৃন্দ।