আশাশুনি

আজ সংসদে সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবি উপস্থাপন করবেন এমপি রুহুল হক

By Daily Satkhira

June 12, 2017

হাসান হাদী : আজ মহান জাতীয় সংসদে বাজেট এর উপর বক্তৃতা করবেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য ও আ. লীগের উপদেষ্টাম-লীর সদস্য প্রফেসর ডা. আ ফ ম রহুল হক। আজ সোমবার সকাল ১১টার পর তিনি জাতীয় সংসদে তার বক্তব্য উপস্থাপন করবেন বলে তিনি ডেইলি সাতক্ষীরাকে মুঠো ফোনে জানান। উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বাংলাদেশ আ. লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল হক এমপি স্বাস্থ্য মন্ত্রী থাকাকলীন সাতক্ষীরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তার সময়ে সাতক্ষীরার বিভিন্ন সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয় এবং বহু রাস্তাঘাট সংস্কার ও ব্রিজ নির্মাণ করা হয়। আজকের বক্তৃতায় তিনি জাতীয় সংসদে নাভারণ-সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়ক সংস্কার, সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ টু বাঁকাল রাস্তার দ্রুত সংস্কার, সাতক্ষীরা বাইপাস সড়কের ডিজাইনে লিঙ্ক রোড যুক্ত করে ভোমরা মহাসড়কে সংযুক্ত করা, সাতক্ষীরা মেডিকেল কলেজ এর জনবল কাঠামো উন্নয়ন ও হাসপাতাল নির্মাণ কাজ জরুরিভাবে সম্পন্ন করা, সাতক্ষীরা থেকে শ্যামনগর(খায়া আশাশুনি-ঘোলা-কোলা) এর ঘোলা-কোলা পয়েন্টে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কার, মানিকখালী ব্রিজের কার্যাদেশ সম্পন্ন হওয়া, আশাশুনি-দেবহাটা-আলিগঞ্জের উপজেলা-ইউনিয়ন-গ্রামীণ সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখবেন। তিনি সাতক্ষীরা জেলায় একটি বিশেষায়িত অর্থনৈতিক জোন তৈরি, আম-চিংড়ি প্রভৃতি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে শিল্প স্থাপন, নলতায় নার্সিং ইন্সটিটিউট, সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল এসিস্টান্ট ট্রেনিং ইন্সটিটিউট(ম্যাটস) প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়ও সংসদে উপস্থাপন করবেন বলে জানান। ডা. রুহুল হক এমপি জাতীয় সংসদে তার বক্তব্য শোনার জন্য সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।