আশাশুনি

আশাশুনি সদর বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রেখে ভেড়িবাঁধ নির্মাণসহ ৯ দাবিতে মানববন্ধন

By daily satkhira

July 27, 2022

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার সদর বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঠিক রেখে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, স্থায়ী সাব রেজিস্ট্রি ভবন, মানিক খালি বাইপাস সড়ক সংলগ্ন ব্রিজ হতে মানিক খানের বিকল্প সড়ক ও সিএস ম্যাপ অনুযায়ী মরিচচপ নদী খননসহ ৯টি গুরুত্বপূর্ণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশাশুনি নাগরিক সমাজের আয়োজনে ও বাজার বণিক সমিতির ব্যবস্থাপনায় বুধবার সকাল ১১টায় জনতা ব্যাংক মোরে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সমাজের সহ-সভাপতি সাংবাদিক জি এম মুজিবুর রহমান। উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এম সাহেব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী,

সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক শ্রমিক লীগের সভাপতি ঢালি মোঃ শামসুল আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি রাশেদ সরোয়ার শেলি, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, সংরক্ষিত মহিলা সদস্য মারুফা খাতুন, কল্যাণী সরকার, নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকার, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, বাজার বণিক সমিতির উপদেষ্টা স্বপন কুমার বিশ্বাস, সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, কোষাধক্ষ যাবিউল্লাহ, দপ্তর সম্পাদক আহসান উল্লাহসহ দল মত নির্বিশেষে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের মাধ্যমে নয়টি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।