নিজস্ব প্রতিনিধি : “বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রসাশন ও বনবিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
আলোচনা সভার শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামানসহ অনেকে।
বক্তারা বলেন,বাঘ সুন্দরবনের প্রহরীর দায়িত্ব পালন করে। তাই সুন্দরবনকে রক্ষায় বাঘ যাতে হৃাস না পায়,সেদিকে সবার যতœবান হতে হবে। ২০১৮ সালের সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা দাড়ায় ১১৪টি। পরিসংখ্যানটি সুন্দরবনে বাঘ ব্যাপকভাবে কমে যাওয়ার ইঙ্গিত দেয়। চলতি সালের শেষের দিকে সুন্দরবনে আবারো জরিপ করা হবে। বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।