শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণের কমিটি গঠন

By Daily Satkhira

July 29, 2022

প্রেস বিজ্ঞপ্তি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরে জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উক্ত ক‌মি‌টি‌তে সমাজবিজ্ঞান বিভা‌গের ১২তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত সরকারকে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভা‌গের ১৩তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ ঘোষকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২০ জুন) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আরিফুজ্জামান, মাহমুদ হুসাইন পারভেজ, অন্যান্য উপদেষ্টামন্ডলী, সদ্য সাবেক সভাপতি এস এম সুদীপ্ত শাহিন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল নোমান, আনারুল ইসলাম, ইলিয়াস হোসেন, নাজমুল হোসেন স্থান পেয়েছেন। কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন জিয়ারুল ইসলাম বিজয়, আবু হেনা, নাহিদ খান, এস. আই. মুন, লিটন হোসেন, হরপ্রসাদ মন্ডল, তৌফিক মেজবা, শাহনাজ পরি।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আসাদুল ইসলাম, মোঃ আল-আমি,নাহিদ হাসান,পংকজ দেবনাথ, তন্ময় সরকার, তৌফিক হাসান,সাগরিকা ঘোষ।

নব-‌নির্বা‌চিত সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ ব‌লেন, সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের আত্মার সংগঠন। সবাইকে সাথে নিয়ে সংগঠনটিকে একটি ডাইনামিক সংগঠনে রুপান্তর করতে চাই। এটার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।