সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সুশীলন কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ,
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদন কল্যাণ ব্যানার্জী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সভাপতি সুশান্ত ঘোষ,
স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, এজি চার্চ পাস্টর আলফ্রেড রায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি সাতক্ষীরার সদস্য সচিব আলী নুর খান বাবুল, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলী, সুশীলনের মনিরুজ্জামান, উন্নয়ন কর্মী শম্পা গোস্বামী, উদীচীর সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সনাকের সভাপতি পবিত্র মোহন মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। বক্তরা বলেন, সারাদেশে যেভাবে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে এটি খুবই উদ্বেগের বিষয়। দূর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদিক সম্প্রীতি রক্ষার লক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো। আমাদের জেলায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলাবাসীকে সজাগ থাকার পাশাপাশি সকল স্তরে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান বক্তরা।
আগামী ৪ আগস্ট সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা মানববন্ধনের আহ্বান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি :