দেবহাটা

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহে এগিয়ে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ

By daily satkhira

August 02, 2022

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ সবার চেয়ে এগিয়ে সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ । ৩০টির মধ্যে ২৬টি শিক্ষার্থীদের সরাসরি ও ৭ টিতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অংশ গ্রহণ করে মোট৩২টির মধ্যে ২৫ টিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সেরা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ,শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক মোঃ আবু তালেব, শ্রেষ্ঠ শিক্ষার্থী আবিদ হোসেন তানভীর, শ্রেষ্ঠ রোভার স্কাউটস,শেখ নাহিদুর রশিদ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ।

এছাডা অন্য বিষয় গুলো তে শ্রেষ্ঠ প্রতিযোগির মধ্যে সৃজনশীল মেধা অন্বেষণে কাব্য ঘোষ,আসিফ আকতার ও আব্দুল্লা আল মামুন এবং জাতীয় শিক্ষা সপ্তাহে উচ্চ মাধ্যমিকে কবিতায় আনিসা আজিম,রচনায় হালিমাতুস সাদিয়া, ইংরেজি বক্তব্যে আসিফ আকতার, রবীন্দ্রসংগীতে রাজশ্রীজ হাজরা,নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে অনন্যা মন্ডল, নির্দ্ধারিত বক্তব্যে আবীদ হাসান তানভীর, নৃত্যে নিপা মন্ডল, ডিগ্রি পর্যায়ে মাসুম বিল্লাহ, আসাদুল ইসলাম,

নুর আলম,তানিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, শিক্ষা অফিসার মোঃ সোলায়মান,বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।