জাতীয়

সাগরে নিম্নচাপ ; দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত

By Daily Satkhira

June 12, 2017

দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় ঝড়ো হাওয়ার শঙ্কায় এ স্থানীয় সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলেছে, নিম্নচাপটি উত্তর-উত্তর-পূর্ব দিকে আরও এগিয়ে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব অঞ্চলের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।