সাতক্ষীরা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

By daily satkhira

August 08, 2022

নিজস্ব প্রতিনিধি : অযৌক্তিকভাবে সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের (জজকোর্ট এলাকায়) জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে জাতিকে অন্ধকারে রেখে অবৈধ সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে এই গন বিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।

তিনি আরো বলেন দেশে আজ দুর্নীতির মহোৎসব। তাদের বিরুদ্ধে সরকারের কোনো মাথাব্যথা নেই।

জ্বালানি তেলের দাম বাড়ানোর মাধ্যমে সরকার দুর্নীতির দায় সাধারণ মানুষের উপর চাপানোর ব্যবস্থা করছে। তিনি আরো বলেন যে, অবিলম্বে জ্বালানি তেলের দাম না কমালে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকমীরা।