সাতক্ষীরা

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

By daily satkhira

August 09, 2022

শ্যামনগর প্রতিনিধি : “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আধিবাসী নারীর ভূমিকা” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা ১১ টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপাল মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

আদিবাসী দিবস-২০২২ এর উপর সংক্ষিপ্ত বক্তব্য ও আন্তর্জাতিক আদিবাসী দিবস এর মাধ্যমে তাদের ৮ দফা দাবি’র প্রস্তাবনা পাঠ করেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। আদিবাসী মুন্ডাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে বক্তব্য রাখেন শ্রীফলাকাঠি যীশু নাম আশ্রমের পরিচালক ফাদার লুইজী পাজ্জী এস.এক্স।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সমন্বয়ক রনজিৎ বর্মন, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দীপঙ্কর বিশ্বাস, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদার, বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মফিজুর রহমান, কারিতাস কচুখালী রিসোর্স সেন্টারের কর্মসূচী কর্মকর্তা হরিদাস মন্ডল, সামস এর কো-অর্ডিনেটর রামপ্রসাদ মুন্ডা, প্রোগ্রাম অফিসার সঞ্জয় মাঝি, চম্পা মুন্ডা, পপি রাণী মুন্ডা, পুষ্প রাণী মুন্ডা প্রমুখ।

আলোচনা সভা শেষে আদিবাসীদের অধিকার আদায় এবং ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আধিবাসী নারীর ভূমিকা নিয়ে মুন্ডা যুব সম্প্রদায়ের অংশগ্রহণে ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহন, মুন্ডা আদিবাসী শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় নিজস্ব সংস্কৃতি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তীতে শপথ গ্রহণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান সমাপনী হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তারাপদ মুন্ডা।