শ্যামনগর

শ্যামনগরে হাসপাতাল কনফারেন্স রুম ও স্থায়ী টিকা কেন্দ্রের উদ্বোধন

By daily satkhira

August 10, 2022

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,সভা শেষে কনফারেন্স রুম ও স্থায়ী কোভিট – ১৯ টিকা কেন্দ্রর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।

গত ইং ১০ আগষ্ট বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম.জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত সভায় বিগত ৩ মাসের হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার তথ্য, বাস্তবায়িত কার্যক্রমসমূহ, সমস্যাসমূহ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর,

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবক এস.এম আফজালুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সাংবাদিক জাকির হোসেন সহ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

সভাশেষে হাসপাতালের কনফারেন্স রুম ও স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য এস.এম.জগলুল হায়দার।