সাতক্ষীরা

সাতক্ষীরায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনাসভা

By daily satkhira

August 12, 2022

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরতলীর চালতেতলা কাথলিক চার্চ মিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা ও ইয়ূথ হাব সাতক্ষীরার আয়োজনে একশনএইড, বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশন ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক যুব দিবস-২২ উদযাপন করা হয়। এবারের যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আন্ত:প্রজম্ম সংহতি।

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজন করা হয় যুব ও বয়ো:জৈষ্ঠ্যদের মধ্যে আন্ত: প্রজম্ম সংলাপ। উক্ত সংলাপে সিডো সংস্থা’র নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সদর সমাজসেবা কর্মকর্তা মোঃ শহীদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত,

সাবেক ব্যাংক কর্মকর্তা হেনরী সরদার, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক বেলাল হোসেন, প্রতিবন্ধি পূর্ণবাসন কল্যান সমিতির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক আবুল কালাম আজাদ, সাবিকুর রহমান বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে যুব সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। তবে ডিজিটাল যুগে মোবাইলের যথেচ্ছো ব্যবহার, মাদকাসক্তির প্রভাব, সংস্কৃতি ও শিক্ষাঙ্গন থেকে যুব সমাজের ছিটকে পড়া দেশ ও জাতির উন্নয়নে বাধা হয়ে দাড়িয়েছে। এসবের কুপ্রভাবে কিশোর গ্যাং তৈরির ফলে শহর ও জেলার বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাচ্ছে। এর হাত থেকে বাচতে যুব সমাজকে শিক্ষার আলোকে আলোকিত হওয়ার পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে। পুথিগত শিক্ষার বাইরে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। বিকালে তরূন ও বয়ো:জৈষ্ঠ্যদের মধ্যে ক্যাথলিক চার্চ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, আনোয়ার হোসেন মিলন, অনিমা রানী। অতিথিদের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও মেডেল প্রদান করা হয়।

আর্ন্তজাতিক যুব দিবসে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রক্ষরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন ৭০ জন তরূন-তরূনী অংশগ্রহণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), উপস্থিত ছিলেন শাহিনা পারভীন, ইন্সপিরেটর, একশনএইড বাংলাদেশ, বিনা আক্তার, আলতাপ হোসেন ও সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মো: তরিকুল ইসলাম অন্তর ও অন্যান্য সদস্যবৃন্দ।