শ্যামনগর

কাশিমাড়ীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটের দণ্ড

By daily satkhira

August 22, 2022

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে হাবিবুল্লাহ (২৫) নামে এক বখাটেকে ৫০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত হাবিবুল্লাহ একই গ্রামের মাজিদ শেখের ছেলে।

গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে কলেজ শেষে স্কুলছাত্রীরা বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ নামে এক বখাটে তাদের পথরোধ করে হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাকে হাতেনাতে ধরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতে ওই বখাটেকে ৫০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ওই বখাটে কলেজ পড়ুয়া ছাত্রীদের কয়েক মাস যাবৎ উত্ত্যক্ত করে আসছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ.এন.ও) মোঃ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।