জাতীয়

বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা

By Daily Satkhira

August 22, 2022

দেশের খবর: জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় কর্মঘণ্টা কমিয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অপিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি আরও জানান, এখন থেকে সকল ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।