নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার নবাগত তথ্য অফিসার মো. জাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা তথ্য অফিসে নবাগত তথ্য অফিসার মো. জাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সভাপতি জাতীয় দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক মো. আব্দুর রহমানসহ সকল সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি দৈনিক যুগেরবার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সহ সভাপতি দৈনিক ঢাকা টাইমস্’র সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ৭১ টিভির ক্যামেরাপার্সন সৈয়দ সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীপ্ত টিভির ক্যামেরাপার্সন মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ দৈনিক কালের চিত্র’র স্টাফ রিপোর্টার সেলিম হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য বিটিভি’র ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী, দৈনিক কালের চিত্র’র মফস্বল সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান মধু, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ আলী, দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, দৈনিক লাখোকষ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন,
দৈনিক আজকের তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি রাহাত রাজা, বাংলা টিভি’র ক্যামেরাপারর্সন শহিদুজ্জামান শিমুল, দৈনিক যুগেরবার্তার স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম ইমরান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ফাহাদ হোসেন। উল্লেখ্য, নবাগত জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম গত ১৭ আগস্ট ২০২২ তারিখে সাতক্ষীরায় যোগদান করেন। এরআগে তিনি যশোর জেলা তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন।