সাতক্ষীরা

কলারোয়ায় স্কুল একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ

By daily satkhira

August 24, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়য়ের নব-নির্মিত একাডেমিক ভবনের নির্মান কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকালে বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এ নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ^াস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জায়েদ বিন গফুর, যশোর নতুন হাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, সহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বি.বি.আর.এন.এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। এর আগে ফিতা কেটে নব নির্মিত ভবনের উদ্বোধণ করেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথি বলেন, এক সময় সব অঞ্চলে শিক্ষিত মানুষ খুজে পাওয়া যেত না। এখন ঘরে ঘরে এম এম পাশ মানুষ রয়েছে। এটি বঙ্গবন্ধুর অবদান। তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব যখন পুলিশের বেতন দিতে পারছিলেন না। তখনই কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন। যার সুফল আমরা পাচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিদ্যালয়টির নতুন ভবন নির্মানের প্লানটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্লানে কিভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা উঠবে, কিভাবে তারা বাথরুম ব্যবহার করবেন। সকলের কথা ভেবেই প্লানটি করা হয়েছে।