নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক তৈয়ব হাসান শামছুজ্জামান, রোভার নেতা প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষকবৃন্দ।
সাইটসেভার্স এর অর্থায়নে ক্যাম্পের অর্গানাইজ করেন ব্রাক খুলনার অর্গানাইজার মাহবুবুর রহমান।
বাস্তবায়ন করেন ব্রাক এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার অয়ন সেন, ডাক্তার আসিফ হোসেন ও মিজানুর রহমান।
ক্যাম্পে তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া সানি পড়া বাছাইকৃত রোগীদের খুলনায় শিরোমনি বিএনএসবি হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এসব রোগীদের চোখের সানি অপারেশন শেষ সাতক্ষীরায় পৌছে দেবে প্রতিষ্ঠানটি। ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের রোভার স্কাউট গ্রুপে সদস্য বৃন্দ।