নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরে নরেন্দ্র মুন্ডার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তি এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে জেলায় সম্প্রীতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুশীলন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গণি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, ডা: সুশান্ত ঘোষ, অধ্যাপক পবিত্র মোহন দাস, অধ্যক্ষ মোবাশে^রুল হক জ্যোতি, জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান, কৃষ্ণপদ মুন্ডা, এড. মুনীর উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সরকার দলীয় একটি প্রভাবশালীদের নেতৃত্বে গত ১৯ আগস্ট শ্যামনগরের ধুমঘাটে মুন্ডা সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে হামলা করে। এতে নরেন্দ্র মুন্ডা মারা যান। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। অথচ হত্যার পর ৪ জন আসামীকে গ্রেফতার করা হলেও বাকী আসামীরা আত্মগোপনে রয়েছেন। এছাড়া প্রত্যক্ষভাবে মদদ দেওয়া অনেক আসামীর মামলায় তালিকা ভুক্ত করা হয়নি। এই হত্যার সঠিক বিচার নিশ্চিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে সাতক্ষীরাতে শুধু মুন্ডা সম্প্রদায়ের সম্পত্তি নয় দুর্বলের সম্পত্তি সবল ব্যক্তিরা অবৈধভাবে দখল করে নিচ্ছে। এভাবে ক্ষুদ্র গোষ্ঠীর উপর হামলা চালিয়ে অবৈধ সুবিধা ভোগ করছেন প্রভাবশালীরা। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, অবিলম্বে নরেন্দ্র মুন্ডা হত্যার ঘটনায় সকল আসামীদের গ্রেফতার করতে হবে। যে সব প্রত্যক্ষ আসামী এজাহারভুক্ত হয়নি। তাদের এজাহারভুক্ত করে গ্রেফতার করতে। এছাড়া আসন্ন দূর্গা পূজায় যাতে জেলায় কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা না ঘটে সে বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা সিপিবি’র আবুল হোসেন, অদিত্য মল্লিক, প্রভাষক বাসুদেব সিংহ, কুমিরা মহিলা কলেজের প্রভাষক মহিউদ্দীণ, উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি সিদ্দিকুর রহমান, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, রাম প্রসাদ মুন্ডা,শহিদুল ইসলাম, হুমায়রা ফারজানা, রাহাতুল ইসলাম, সুরাইয়া ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।