সাতক্ষীরা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল

By daily satkhira

August 27, 2022

নিজস্ব প্রতিনিধি : জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং ভোলায় ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা রহিম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে শনিবার বিকাল সাড়ে ৪টায় পলাশপোলস্থ পুরাতন মাইক্রো স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, বিক্ষোভ সমাবেশ সমন্বয় কমিটির সদস্য শের আলী, মাসুম বিল্লাহ শাহীন, তাজকিন আহমেদ চিশতী, শাহ মো: কামরুজ্জামান কামু ও আব্দুল্লাহ আল মামুন রাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, এড,এ.বি.এম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদলের সভাপতি আহসানুল কাদির স্বপন, সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জাজাসের সেক্রেটারী ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন, মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মাহমুদুল, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের সাধারন সম্পাদক খুরশিদ জাহান শীলা, পৌর যুবদলের সদস্য সচিব সবুজ, সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, ছাত্রদলের নেতা অর্ঘ্য, কৃষকদল নেতা সুমন, পৌর ১নং ওয়ার্ডনেতা জহুরুল ইসলাম, নবাব জান, আরিফ, রাজ্জাক, আল মাস, ২নং ওয়ার্ডের ওলিউল ইসলাম, কচি, ৩নং ওয়ার্ডের মধু, রফিকুল, বকুল, ৪নং ওয়ার্ডের আজহারুল ইসলাম মিলন, ৫নং ওয়ার্ডের আব্দুল্লাহ, নেছারুল, হযরত, শাহীন, ৬নং ওয়ার্ডের আশরাফ, মোনতেজ, সাইফুল, ৭নং ওয়ার্ডের পলাশ, বাবু, রবিউল, কামরুল, ৮নং ওয়ার্ডের করিম, নুরুল, দাউদ, ইসমাইল বাবু, আলতাফ, শোভন, ৯নং ওয়ার্ডের ইয়াছিন, ইলিয়াস, মিশন, ফেরদৌস, নাছির , মাহমুদুল, বকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গণবিরোধী কতৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার জ¦ালানি তেল,পরিবহন ভাড়া এবং সকল দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দিশেহারা করে তুলেছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে।

এছাড়া ফ্যাসিস্ট সরকারের নির্দেশে ভোলায় শান্তিপুর্ন বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। বক্তারা ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এখনই পদত্যাগ করে সাধারণ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই গণবিরোধী ভোট চোর সরকারকে বিতাড়িত করা হবে বলে হুশিয়ারি দেন তারা।