আশাশুনি

কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান

By daily satkhira

August 27, 2022

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

শনিবার সকালে কুঁন্দুড়িয়া গ্ৰামের পাখির মোড় নামক তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের লক্ষে ড্রেন কাটা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়দের বহু বছরের পানি নিষ্কাশন ব্যবস্থার শান্তি পূর্ণ সমাধান হয়।

গ্ৰামবাসিদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মোকাররম হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, স্থানীয় মোতালেব গাজী, খালেক সরদার, সঞ্জয় মন্ডল, জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় শতাধিক নারি-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় বহু বছরের প্রতিক্ষার পর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্মুক্ত হতে দেখে মিস্টি বিতরন করতে দেখা গেছে।

স্থানীয় মোতালেব গাজী ও খালেক সরদার জানান, সামান্য ১শত ফুট ড্রেন না থাকায় এলাকার মানুষকে বিগত কয়েক বছর বেশ ভোগান্তি পোহাতে হতো।

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু ভারী বৃষ্টি হলেই মসজিদের রাস্তাসহ মানুষের বসত বাড়ির উঠানে পানি উঠে যেত। ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু বলেন, জলাবদ্ধতা থেকে এ এলাকার মানুষকে রক্ষা করতে ড্রেন কাটা হয়ে গেলে যে কয়টি সিমেন্টর তৈরী পাইপ প্রয়োজন আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সেটা দেব। পানি নিষ্কাশন ব্যবস্থা উন্মুক্ত করনের কাজ চলমান দেখে এলাকাবাসীর চোখে মুখে খুশির প্রতিছবি দেখা গেছে।