সাতক্ষীরা

যুব নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশসুরক্ষায় সচেতনতামুলক ক্যাম্পেইন

By daily satkhira

August 28, 2022

যুব নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশসুরক্ষায় সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ ঘটিকায় গোবরদাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে একশানএইড, বাংলাদেশ সহযোগিতায় সিডো সংস্থা’র বাস্তবায়নে একশান ফর ট্রান্সফরমেশন (এফরটি) প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে পরিমিত ভোগ ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এছাড়া গত ২৪ আগষ্ট সাতক্ষীরা সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয় ও তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে একই বিষয়ের উপর ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পেইনে প্রতিটি স্কুলে ২১০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। ক্যাম্পেইনের উদ্দেশ্য, পরিমিত ভোগ/ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় কি করণীয়? ক্যাম্পেইনের গুরুত্ব, তরূনদের ভুমিকা, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে করণীয় ও প্রয়োজনীয়তা। প্লাস্টিকের ব্যাবহার কমানো, পলিথিন ব্যাবহার না করা বিষয়ে সচেতন করা হয়।

যুব-তরুণ সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এশটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এশটি সহনশীল সমাজ গঠনে পরস্পরের মাঝে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে যুব তরূণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নিজেদেরকে দক্ষ হতে হবে। যুব নেতৃত্বে ক্যাম্পেইনের দায়িত্ব পালন করেন হৃদয় মন্ডল, প্রীতি দাশ, রাকিবুল, সুজিত পাল, শরিফুজ্জামান, বৈশাখী, সপ্না, ইফতি, ইমতি ও ইউনুছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি