সাতক্ষীরা

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

By daily satkhira

August 30, 2022

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকের অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।

নোংরা পরিবেশ, লাইসেন্স নবায়ন না থাকা, ডাক্তার নার্স না থাকায় শহরের শিমুল ক্লিনিককে চার হাজার, স্বপ্ন ক্লিনিকে ৬ হাজার, আল নুর হাসপাতালকে ১০ হাজার, এম আলী পলি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমানে অভিযান চলছে।

অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমারসহ সঙ্গীয় ফোর্স।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার জানান, অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক যাদের পরিবেশ অপরিচ্ছন্ন ও লাইসেন্স নবায়ন নেই এসব ক্লিনিক হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে দেখছি অধিকাংশ ক্লিনিকে লাইসেন্স নবায়ন নেই, অপরিচ্ছন্ন পরিবেশ, নেই চিকিৎসক নার্স। এসব ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সতর্ক স্বরুপ জরিমানা করা হচ্ছে। আগামীতে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।