নিজস্ব প্রতিনিধি : ভোমরাস্থল বন্দরের সমাধানের লক্ষে ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই) উপ-পরিচালক, ডিজিআই এর শাখা ইনচার্জ, কাস্টমসের ডিসি নিয়ামুল হাসান, বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিতে ভোমরা বন্দরের সৃষ্ট যে কোন সমস্যা সমাধানের লক্ষে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বন্দর সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যারা হলে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুস সবুর, আশরাফুজ্জামান আশু, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ এস মাকছুদ খান, জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ট্রান্সপোর্ট মালিক সমিতির ২ জন প্রতিনিধি, কর্মচারী এ্যাসোসিয়েশনের ১ জন প্রতিনিধি, ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৪জন প্রতিনিধি। উক্ত কমিটি প্রতি ৩ মাস অন্তর বন্দরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।