গাবুরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন এর বিভিন্ন চর থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ এমন অভিযোগ উঠেছে। দুই সেপ্টেম্বর শুক্রবার সকালে অনেকে অভিযোগ করেন গাবুরা ইউনিয়ন এর পাশশেমারি সংলগ্ন এলাকায় নদীর চর থেকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু বনখেগু। ঘটনার সত্যতা জানতে ঘটনা স্থলে পৌঁছালে দেখা যায় নদীর চর থেকে দশ বারো টি গেওয়া, গোরান সহ গোলপাতা গাছ কেটে ফেলা হয়েছে, তবে এই বিষয়ে স্থানীয় জনগণের সাথে কথা বললে তারা ভয়ে কিছু বলতে চান নি। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহজ্ব জি এম মাছুদুল আলম এর সাথে কথা বললে তিনি জানান আমি এই সংবাদ টি শুনেছি আমি অনেক বার লিখিত সহ ফোন করেছি প্রশাসন ও বন বিভাগ কে কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
আর যারা গাছগুলো কাটছে তারা অনেক শক্তিশালী। উল্লেখ্য এই গাছ গুলো জন্য গাবুরা ইউনিয়ন অনেক প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে বিভিন্ন সময় রক্ষা পেয়ে আসছে। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন এর বন ও পরিবেশ নিয়ে কাজ কথা কিছু সেচ্ছাসেবোক এর সাথে কথা বললে তারা বলেন এই গাছ গুলোর জন্য গাবুরা ইউনিয়ন এখনো টিকে আছে এভাবে যদি গাছ গুলো কেটে ফেলা হয় তাহলে খুব দ্রুত আবার ও প্লাবিত হবে গাবুরা ইউনিয়ন, এমন কি চির দিনের জন্য বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে গাবুরা ইউনিয়ন।