শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার সোরা গ্রামের চা ও ফাস্ট ফুডের দোকানদার আসলাম ফারুক মাদকসেবীদের দা ও লাঠির আঘাতে গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা বাদি হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের রফিকুল ইসলাম মোল্যার পুত্র রিয়াজুল, মিজানুর তরফদারের পুত্র চঞ্চল তরফদার ও তারানিপুর গ্রামের সবুর শেখ এর পুত্র জাহিদ দলবদ্ধ হয়ে ছিন্তাই, চাঁদাবাজি ও মাদক সেবন করে থাকে। প্রকাশ্যে দিবালোকে মাদক সেবনকালে আসলাম ফারুক বাঁধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আসলাম ফারুকের নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় রবিবার রাত ৮টায় আসলাম ফারুক দোকান থেকে বাড়ী ফেরার পথে আসামি চঞ্চল তরফদারের বাড়ির সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামিগণ আসলাম ফারুকের উপর হামলা করে লাঠি ও রড় দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে এবং কাছে থাকা ১৭ হ্জাার টাকা ছিন্তাই করে। তার চিৎকারে এজাহারের উল্লেখিত স্বাক্ষীগণ ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা হযরত আলী বাদি হয়ে উক্ত মাদকসেবিদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে। মামলার প্রস্তুতি চলছে।