আশাশুনি প্রতিনিধি: আশাশুনির গোয়ালডাঙ্গায় দিনে দুপুরে গ্রিলের তলা ভেঙ্গে স্বর্ণালংকার, জমির কাগজপত্র সহ নগদ ৮২হাজার টাকা চুরি সংগঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেন ফকিরের ছেলে রহমত আলী ফকিরের বাড়িতে এই চুড়ি সংগঠিত হয়েছে।
সরজমিনে গেলে রহমত আলী ফকির জানান, আমার স্ত্রী, মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছে।
আমি সকালে খাওয়া দাওয়া সেরে সাড়ে ৯টার দিকে বারান্দার গ্রিলের চাবিটা পিলারের উপরে রেখে পার্শ্ববর্তী রিজাউল মোড়লের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে এসে দেখি বারান্দার গিরিলে তালা লাগানো পিছনের দরজা সিটকুলি ভাঙ্গা এবং ঘরের শোকেস ও বক্সের তালাভাঙ্গা কাপড় চোপড় এলোমেলো করা। শোকেসের ড্রয়ের ভিতরে ব্যাগে থাকা এক জোড়া হাতের রুলি, এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৮২ হাজার টাকা এবং জায়গা জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরেরা। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে এসআই নূর হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।