নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক মো: আব্দুল জব্বার। বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুকৃতি কুমার রায়, উপজেলার সভাপতি মোমিনুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য।
অনুষ্ঠানে ৫৯ জন অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৩৮লক্ষ টাকার অবসর ভাতার চেক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষককতা পেশা একটি মহান পেশা।
শিক্ষকরাই আমাদের মানুষে পরিণত করেন। কিন্তু দিন দিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও মর্যাদা করে যাচ্ছে। অথচ শিক্ষকের মর্যাদা অনেক। আমাদের সন্তানদের শিক্ষকদের যথাযথ সম্মান ও শ্রদ্ধার বিষয়ে সচেতন করতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের খোজ কবর নিতে হবে। তিনি অবসরে যাওয়ার সকল শিক্ষকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।