দেবহাটা প্রতিনিধি : দেবহাটার ২১টি মন্দিরে দূর্গা পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এসময় দেবহাটা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পূজা কমিটির সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশসহ উপজেলার ২১টি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেবহাটায় সরকারী নির্দেশনা মেনেই দূর্গাপূজা সুষ্ঠুভাবে পালন সম্পর্কে নির্দেশনা দেয়ার সাথে সাথে কেউ যেন রাষ্ট্রীর সিদ্ধান্ত অমান্য না করে সেবিষয়ে সতর্ক করা হয়। মন্দিরে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না, সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে, আযানের সময়ে মাইক বাজানো যাবে না, ভিজিটিং বুক ব্যবহার করতে হবে, কোন প্রকার গোলযোগ সৃষ্টি করা যাবে না, বিসর্জনের দিনে রাত ৮ টার আগেই বিসর্জন দিতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।