মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজ সেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা, বিধবাভাতার প্রচলন শেখ হাসিনার উদ্ভাবন’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে সদরের আলিপুর ইউনিয়ন ও ভোমরা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিপুর ইউনিয়ন পরিষদে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কঠোর নেতৃত্বে দেশের ৯০ ভাগ জঙ্গিবাদ ও মাদকমুক্ত হয়েছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা আশীর্বাদও হতে পারে। তাই প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোনোভাবে অবহেলা করা যাবে না। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। সমাজের বৃত্তবানদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী প্রমুখ। ২০১৬-১৭ অর্থ-বছরে পূর্বের অতিরিক্ত ২টি ইউনিয়নে ১শ’ ৩১ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ৮ লক্ষ ৫৬ হাজার ৮শ’ টাকা বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, আতাউর রহমান, আবুল কাশেম, রমজান আলী, আশরাফুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ।