সাতক্ষীরা

বাঁকাল সরদারপাড়া নব উদয়ন সংঘের কমিটি গঠন

By daily satkhira

September 24, 2022

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর এলাকার বাঁকাল সরদারপাড়া নব উদয়ন সংঘের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নব উদয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন ফয়সাল এবং মোঃ তাসদিকুর রহমান তমালকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, সাবেক সাংগঠনিক মোঃ শরিফুল ইসলাম, মোঃ রায়হান হোসেন, মোঃ শাহাবুদ্দীন আহমেদ, মোঃ সবুজ হোসেন, মোঃ আল-আমিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফজর আলী, মোঃ পারভেজ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ শাহাদাৎ, জয়নাল আবেদিন আফজাল প্রমুখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।