দেবহাটা

দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

By Daily Satkhira

September 19, 2016

নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডিআরআরএ পরিচালিত, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অষ্ট্রেলিয়ান এইড-এর অর্থায়নে প্রতিবন্ধীদের একীভূত স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাসরিন আক্তার। তিনি বলেন, থেরাপি সেবার পাশাপাশি এসব সহায়ক উপকরণ প্রতিবন্ধী শিশুর শারীরিক অবস্থার দ্রুত উন্নতির সহায়ক হিসাবে কাজ করে। দরিদ্র পিতা-মাতার পক্ষে এসব ব্যয়বহুল চিকিৎসা সেবা ও সহায়ক উপকরনের ব্যবস্থা করা কষ্টসাধ্য। প্রকল্পের এরূপ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার। প্রকল্পের সমন্বয়কারি বলেন- স্বাস্থ্য নীতিমালা আছে নন কমিউকেবল ডিজিজ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা অন্তর্ভুক্ত থাকবে।এ নীতিমালা আঙ্গিকে এ প্রকল্প কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। অথ্যাৎ প্রতিবন্ধী ব্যাক্তি স্বাস্থ্য ও পুর্নবাসন সেবা স্বাস্থ্যসেবা মুল স্রোতধারায় সরকারি হাসপাতালে অন্তর্ভূক্তিকরণ যার ফলে একই সাথে নিশ্চিত হবে প্রতিবন্ধী ব্যক্তির থেরাপি ও অন্যান্য স্বাস্থ্য সেবা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রকল্পের জেলা সমন্বয়কারী, অকুপেশনাল থেরাপিষ্ট, ফিজিওথেরাপিষ্ট এবং এমআইএস অফিসার।