শ্যামনগর

শ্যামনগরে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত -০১

By daily satkhira

September 26, 2022

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর-নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে এদূর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণ দাস উপজেলার ঈশ্বরীপুর গ্রামের অশোক দাসের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কৃষ্ণ নওয়াবেঁকী বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক চাপায় কৃষ্ণ দাস ঘটনাস্থলে নিহত হয়। তবে, এ সময় ঘাতক ট্রাক চালক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সিটকে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।