আশাশুনি

আশাশুনি মটর সাইকেল চালক সমিতির নির্বাচনে সাহেদ-জুলফিকার প্যানেল বিজয়ী

By Daily Satkhira

September 19, 2016

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সাহেদ-জুলফিকার প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৯ জন ভোটারের মধ্যে ৪৪০ জন ভোটার ভোটাধিকার প্রদান করেন। ৯টি পদের বিপরীতে ২টি প্যানেলে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। সভাপতি পদে আনিছুর রহমান সাহেদ (ছাতা) ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাবিবুর রহমান (চেয়ার) পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে জুলফিকার আলী (মাছ) ৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস হুসাইন (দোয়াত কলম) পেয়েছেন ১১৭ ভোট। সহ-সভাপতি পদে ইশার আলী সরদার (আনারস) ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুহাঃ শাহিন (তালাচাবি) পেয়েছেন ১৫৬ ভোট। কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান (টেলিভিশন) ২৭৫ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম সরদার (মোবাইল) পেয়েছেন ১৩৯ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ১ম শফিকুল ইসলাম (ডাব) ৩০০ ভোট, ২য় জহুরুল গাজী (সাইকেল) ২৮৬ ভোট, ৩য় মনিরুল গাজী (কলস) ২৬৭ ভোট, ৪র্থ আব্দুল মুজির (দেওয়াল ঘড়ি) ২৬৬ ভোট ও ৫ম আব্দুল্লাহ আল মামুন (জগ) ২৫১ ভোট পেয়ে বিজীয় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি গুলবাহার আলী (গোলাপফুল) ১৬০ ভোট ও আব্দুল লতিফ (মোমবাতি) ১০৮ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্ন্যাসী কুমার মন্ডল ও প্রিজাইডিং অফিসার রামেন্দু বাছাড় সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন রাশিদুজ্জামান। পোলিং অফিসার ছিলেন মুজিবুর রহমান ও ফরিদ আহম্মেদ। নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, আ’লীগ নেতা ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির সুমন, সেক্রেটারি মনিরুজ্জামান বিপুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।