নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এর আগে প্রথমবার থানা মসজিদে পুলিশ সুপারের আগমন উপলক্ষে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
জুম্মার পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে মুসুল্লীদের উদ্দেশ্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আপনারা সাতক্ষীরা জেলা পুলিশের জন্য দোয়া করবেন। যাতে পুলিশের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারে। পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করতে পারে। এছাড়া মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও অন্যান্য সামাজিক অবক্ষয়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণে সকলের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি ধর্মীয় মূল্যবোধের আলোকে কাক্সিক্ষত সমাজ বিনির্মানে ও অপরাধ নিয়ন্ত্রণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মীর আসাদুজ্জামান, মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কায়ুম, এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির হিসাব রক্ষক শেখ আবুল কালাম, রোস্তম আলী, সদস্যযথাক্রমে মীর মোস্তফা হাসান, শেখ মঞ্জুরুজ্জামান, ডা: মিনহাজ আহমেদ, শেখ নিয়াজ হাসান, মো: মিজানুর রহমান,
মো: মমতাজ আহমেদ বাপী, রবিউল ইসলাম রবি, মফজুলার রহমান, হাবিবুর রহমান, মীর আহাছানুল হক, মো: আবু সাঈদ(শিক্ষক), জিয়াউর বিন সেলিম যাদু, আব্দুস সামাদ ও সিরাজুম মনি। জুম্মার নামায শেষে সাতক্ষীরা সদর থানা জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর পিতার সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মুহাদ্দিস মাও সাইফুল্লাহ আনোয়ার। প্রেস বিজ্ঞপ্তি